এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ আসনে উপ-নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন অনুষ্টিত হইবে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন শেষে গতকাল বুধবার বিকালে কেন্দ্রে ব্যালট পেপারসহ সকল সরঞ্জামাধি, আইন শৃংখলা বাহিনী সদস্যসহ নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ পৌছে গেছেন। উক্ত উপ-নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন ৩ প্রার্থী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন মাওঃ শামসুল ইসলাম (মোরগ), খালেক মিয়া (টিউবওয়েল) ও কাজল মিয়া (ফুটবল)। শেরপুর, কামালপুর গ্রাম নিয়ে উপজেলার করগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড গঠিত। বিগত নির্বাচনে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার নুর মিয়া সম্প্রতি মারা গেলে ওই আসনটি শুন্য ঘোষনা করা হয়। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৭ জন।
নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) হাবিবুর রহমান।