স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদকে জড়িয়ে শ্রমিকদল নেত্রী পারভিন আক্তারের দায়েরকৃত মামলা প্রত্যাহারে দাবীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে মিরপুর বাজারে অনুষ্টিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা ছিলেন বাহুবল উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হাসিম, ইব্রাহিম মুন্সি, সাংগঠনিক সম্পদক সোহেল আহমেদ কুটি, মোঃ আব্দুল কদ্দুছ মেম্বার, জেলা তাতীঁলীগের আহ্বায়ক মুদ্দত আলী, পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ তারা মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বশির, স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান ফেরদৌস আলম চৌধুরী, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। আওয়ামীলীগ নেতা জিতু মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বদরুল আলম, মিরপুর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, ভাদেশ্বর আওয়ামীলীগ নেতা শ্রী কুমার মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা এম রশিদ আহমেদ প্রমূখ। সভায় বক্তারা শ্রমিকদল নেত্রী পারভিন আক্তার কর্তৃক দায়েরকৃত মামলা থেকে বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য আলাউ রহমান সাহেদকে অবিলম্বে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অথ্যনায় বাহুবলের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করা হয়। বক্তার বলেন তারা মিয়া ও সাহেদ আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক। তাদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। সকল ষড়যন্ত বাহুবেলর জনগণ প্রতিহত করবে।