চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় চুনারুঘাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, ৮নং ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, ১০ মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস তালুকদার পরিবার কল্যাণও সেবার বিভিন্ন দিক স্লাইজের মাধ্যমে তুলে ধরেন।