নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দরবেশপুর গ্রামের ক্ষিতেন সুত্রধরের পিতা প্রয়াত গিরিন্দ্র চন্দ্র সুত্রধরের শ্রাদ্ধানুষ্টান গত শনিবার বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক যাজক পিযুষ কান্তি দাশের সভাপতিত্বে এবং মৃম্ময় কান্তি দাশ বিজনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন এসপিআর হরেন্দ্র কুমার দেব, এসপিআর গিরিন্দ্র কুমার দাশ, পন্ডিত বিনয় ভূষন তালুকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, নিখিল রঞ্জন সুত্রধর প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, একমাত্র ধর্মীয় আদর্শই মানুষকে সঠিক পথে চালাতে পারে। তাই সকল ধর্মের প্রতি সকল মানুষের শ্রদ্ধাবোধ থাকা উচিত।