নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডাকাতদলের হামলায় গৃহকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাজী সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
আহত গৃহকর্তা কাজী সাইফুল ইসলাম জানান, ওই রাতে তার বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার শুরু করে। এ সময় ডাকাতরা পরিবারের লোকদের ওপর হামলা চালায়। পরে পরিবারের লোকদের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত সাইফুল ইসলামকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।