নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রহাতে ছাত্রলীগ নেতা সোহান আহমদ মুছার নেতৃত্বে একটি প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং (মটর সাইকেল) ওয়ার্কসপে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। মুছা পৌর এলাকার ছালামতপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
হামলার শিকার ভাই ভাই ওয়ার্কসপ মালিক অক্ষয় কুমার দাস জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ নেতা সোহান আহমদ মুছা ওই ওয়ার্কসপ থেকে অস্ত্র দেখিয়ে একটি মটর সাইকেল নিয়ে যান। ওয়ার্কসপ মালিক অক্ষয় কুমার দাস থানায় গিয়েও পুলিশের অনীহার কারনে মামলা দিতে পারেন নি। ওই মোটরসাইকেলের মালিক ছিলেন-আনমুনু গ্রামের ছমির। গত সোমবার বিকেলে ওই সাইকেলটি নিয়ে মুছা নবীগঞ্জ শহরে আসলে সাইকেলের মালিক ছমির তাকে আক্রমন করেন। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার বিকেলে মুছা সঙ্গীয়দের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে হামলা ও ভাংচুর করে। এ সময় মুছা অস্ত্র উচিয়ে জনমনে ভীতির সৃষ্টি করে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক বা অস্ত্র উদ্ধার করতে পারে নি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি অফ পাওয়া যায়।