স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রধান সড়কে রওশন রেজা এম্পায়ার নামে ১০তলা বিশিষ্ট মার্কেটের ৩য় তলার দুটি মোবাইলের দোকানে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। তবে দোকান মালিকরা জানান, মার্কেটের মালিকের গাফিলতির কারণে এ চুরি হয়। গত রবিবার গভীররাতে এ চুরি সংগঠিত হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করছেন দুই দোকান থেকে নগদ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিকরা জানান, রবিবার রাত ১০টার দিকে মার্কেটের সকল দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মার্কেটে গিয়ে মালিকরা ওই মার্কেটের ৩য় তলায় অবস্থিত ৩০৩ নম্বরের শো-রুম এমআই টেলিকম ও ৩১৭ নাম্বার দোকান মোবাইল সিটির তালা ভাঙ্গা দেখতে পান। পরে তারা দোকান খোলে দেখেন সম্পূর্ণ মালামাল চুরি হয়ে গেছে। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ম্যানাজার, সিকিউরিটিসহ ৪ জনকে জিজ্ঞাবাদ করে। এ ঘটনায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে এমআই টেলিকমের মালিক তারেক রহমান জানান, একটি ১০তলা মার্কেটের ৩য় তলায় মাঝ রাতে চুরি হয়ে যায়। অথচ মার্কেটে প্রবেশের বিকল্প কোন রাস্তা নেই।
মোবাইল সিটির মালিক রিমন জানান, মার্কেটে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকার পর এগুলো বিকল আছে। এর আগে সিসি ক্যামেরা নষ্টের বিষয়টি আমাদের জানা ছিল না। চুরি হওয়ার পর আমরা জানতে পারি। চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মার্কেট মালিক পক্ষের গাফিলতির কারণে এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে মার্কেটের মালিক জামাল আহমেদ জানান, আমি গতকাল সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে বাসায় ফিরেছি। বিষয়টি আমি শুনেছি।
এ ব্যাপারে সদর থানার এসআই মফিজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ম্যানেজারসহ সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছি। সার্টার বন্ধ থাকার পরেও কিভাবে চুরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।