স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করে। আওয়ামী লীগ সরকারের মূলমন্ত্রই হলো অসম্প্রদায়িক বাংলাদেশ। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের লোকজন স্বস্তিতে থাকে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে মসজিদ, মন্দির, গীর্জা কোথাও নিরাপদ থাকে না।
গতকাল সোমবার দুপুরে বড় দিন উপলক্ষে হবিগঞ্জ খ্রীস্টান মিশনে বড় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতি বছরই আমরা এখানে আসি। সকল ধর্মের লোকজন একসাথে এসে খ্রীস্টান সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানাই। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। পরে তিনি অতিথিদেরকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন। এরপর শুভেচ্ছা ও মধ্যাহ্নভোজে অংশ নেন।
ড. জন সরকারের সভাপতিত্বে খ্রীষ্টান মিশনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, কালিবাড়ি কমিটির সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, জাসদের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন সুফী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শুয়েব চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রমুখ।
এদিকে গতকাল সোমবার সকালে শহরের পিটিআই রোডের খ্রিস্টান মিশনে সকালে চার্চে প্রার্থণা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. জন সরকার। প্রার্থনা করান ফাদার মাইকেল সরকার। জেলার বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়াপু্িঞ্জ এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়াতেও বড় দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।