প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে এবং মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওঃ তাফহীমুল হক ও মাওঃ এখলাছুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন এর প্রতিনিধি মাঃ ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেন কাসেমী, কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আঃ রব ইউসূফী, আল্লাম জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব আল্লামা নাজমুল হাসান, মাওঃ মুহাম্মদ উল্লাহ জামী, মাওঃ তফাজ্জুল হক আজিজ, সহকারী মহাসচিব মাওঃ আতাউর রহমান কোম্পানীগঞ্জী, প্রচার সম্পাদক মাওঃ জয়নাল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওঃ খলিলুর রহমান, সেক্রেটারি মাওঃ ফখরুজ্জামান, যুব জমিয়ত কেন্দ্রীয় সেক্রেঃ আলহাজ্ব গোলাম মৌলা, সুমানগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি মাওঃ আক্তার হুসাইন, সিলেট রিপোর্টার সম্পাদক যুব নেতা মাওঃ রুহুল আমিন নগরী, জেলা ও উপজেলা জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের সভাপতি সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে আল্লামা নূর হুসেন কাসেমী বলেন, বিজয়ের মাসে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে প্রতিশ্র“তিবদ্ধ হতে হবে। সেই লক্ষ্য নিয়ে জমিয়ত দেশব্যাপি জোরদার তৎপরতা চলছে। আলেম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় উলামা মাশায়েখসহ সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। ফিলিস্তিন ইস্যুতে তিনি সরকারকে মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় অনড় মনোভাব পোষণ করতে বলেন। রুহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ফিরিয়ে নেওয়ার জন্য কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। জমিয়তের আদর্শ অনুপ্রাণিত হয়ে আল্লাম হবিগঞ্জী ও আল্লামা কাসেমীর হাতে হাত রেখে প্রায় অর্ধশত যুবক ও ছাত্র, জমিয়তে যোগদান করেন। জমিয়তের উপদেষ্ঠা আল্লাম আব্দুস শহিদ শায়েখ গলমুকাপন এর দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষিত হয়।