প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক সংগঠন আপনজন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও গরিব-দুস্থ প্রায় দুইশত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ ফরাস উদ্দিন, বে-সরকারী সংস্থার কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এডঃ কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পোস্টাল কর্মকর্তা সফিকুর রহমান তোফায়েল, সমাজ কল্যাণ সম্পাদক এডঃ শফিকুল ইসলাম, প্রভাষক মুর্শেদ কামাল, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুর রকিব, মকসুদ আলী, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ সুত্রধর, সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, অগ্রণী ব্যাংক ম্যানেজার মাধব রায় প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আপনজন সদস্য ম্যাটলাইফ এালিকো’র ম্যানেজার বাদল রায়, এনামুল হক এহিয়া, সনজিত রায়, প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, ব্যবসায়ী কুতুব উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রায় ২শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, আপনজন প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, ঈদে শাড়ী-লুঙ্গি বিতরণ, গুণীজন সংবর্ধনা, শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণসহ সমাজ সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।