প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই জি.কে ওয়াই আই দাখিল মাদ্রাসার বাউন্ডারী দেওয়াল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার মাদ্রাসার স্বনামধন্য সভাপতি মোঃ জিলু মিয়া আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপস্থর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার এ.বি এম মখলিছুর রহমান, হাজ্বী মোঃ জলাল উদ্দিন, দাতা সদস্য মোঃ মাহমুদুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী ও সাবেক মেম্বার মোঃ ছাদ উল্লাহ, অভিভাবক সদস্য নোমান আহমদ চৌধুরী ও ছনাওর মিয়া, শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, শিক্ষক বাহাদুর আলী, সাবেক মেম্বার দিলাওর মিয়া, মোঃ মাসুক মিয়া, শফিক মিয়া, দিলাল মিয়া, দিলু মিয়া, লকুস মিয়া, আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার বাথরুম নির্মাণেরও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে উক্ত বাউন্ডরীর দেওয়াল ও বাথরুম নির্মাণ করা হবে।