বিদ্যুত গ্রাহক ফোরাম হবিগঞ্জের নেতৃবৃন্দের তৎপরতায় পিডিবি কর্তৃক মিটার স্থাপনে ধীরে চল নীতি গ্রহণে সম্মত হয়েছেন হবিগঞ্জের পিডিবির নির্বাহী প্রকৌশলী। গত ২৩ ডিসেম্বর বিদ্যুত গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ সকাল সাড়ে ১১টায় পিডিবি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনায় বসেন। পিডিবির প্রিপেইড মিটার স্থাপনে ২৫/৩০ জনের এক একটি দল বাসা বাড়ি ও দোকান পাটে প্রবেশ করে প্রায় জোরপূর্বক মিটার পরিবর্তনের কারণে সাধারণ গ্রাহক পর্যায়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। গ্রাহক ফোরাম নেতৃবৃন্দ নির্বাহী প্রকৌশলীকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি অনুষ্ঠানে উপস্থিত পিডিবির চেয়ারম্যান, চীফ ইঞ্জিনিয়ার ও পিডিবির প্রকল্প পরিচালকসহ (প্রিপেইড) সর্বশেষ সিদ্ধান্ত ছিল সরকারি সব স্থাপনা ও কারখানা, কয়েল ও বয়লার মেইল এবং টমটমের গ্যারেজসহ অন্যান্য বেশি বিদ্যুত ব্যবহারকারী স্থাপনায় প্রিপেইড মিটার লাগানো শেষ করে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে মিটার স্থাপন করা। তবে কোন অবস্থাতেই জোরপূর্বক কাউকে প্রিপেইড মিটার লাগানোর জন্য বাধ্য না করতে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় নির্বাহী প্রকৌশলীর কাছে বিদ্যুত ব্যবস্থার উন্নতির বিষয়ে পিডিবির চেয়ারম্যানের কাছে দাবিকৃত হবিগঞ্জ শহরে গ্রিড সাবস্টেশন, ফিড বৃদ্ধিকরণকরণ, পুরানতন বৈদ্যুতিক খুটি ও জরাজীর্ণ লাইন পরিবর্তন, বিল প্রিন্টিং ব্যবস্থা মৌলভীবাজারের পরিবর্তে হবিগঞ্জে প্রিন্টিংকরণ, জরুরি সেবার জন্য নতুন একটি গাড়ি এবং ৩৩ কেভি নতুন লাইনের সেবা কবে নাগাদ নিশ্চিত হবে তা জানতে চান। বিদ্যুত গ্রাহক ফোরাম বিদ্যুতের অতিরিক্ত ভূতূরে বিল, কোন ধরণের হয়রানি না করে সমন্নয় করে দেয়ার অনুরোধ জানালে নির্বাহী প্রকৌশলী তা অতি শীঘ্রই সমন্নয় করার ব্যাপারে গ্রাহক ফোরামকে আশ্বস্থ করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি আহমেদ কবির আজাদ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান মিজান, জাসদ হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট তাজ উদ্দিন সুফী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক ফজলুর রহমান লেবু, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাক্স) সভাপতি শামছুল হুদা, ফোরামের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোস্তাক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম শিবলী খান, মোঃ ইকরাম চৌধুরী, রোটারিয়ান মো. নোমান মিয়া, তারেক ইকবাল খান, মফিজুর রহমান টিটু, মান্না রায়, অভিমান্য রায় অভি, সোহেল চৌধুরী, এনামূল হক চৌধুরী, আফজাল চৌধুরীসহ প্রমুখ।-বিজ্ঞপ্তি