স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য হিমাংশু বৈষ্ণব (৪৫) কে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টায় উপজেলার মার্কুলি বাজারে। আহত ইউপি সদস্য হিমাংশু বৈষ্ণবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী হিলাল নগর গ্রামে কতিপয় বখাটে যুবক সেখানে বিশৃংখলা সৃষ্টি করে এবং অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উত্যক্ত করে। এ নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হিমাংশু বৈষ্ণব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এতে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে ওই বখাটেরা। এরই জের ধরে পরদিন শুক্রবার বিকেলে তেলঘড়ি ও হিলাল নগরে মধ্যবর্তী স্থানে সুদ্বীপ্ত বৈষ্ণবের উপর ১ম দফা হামলা চালায় ওই বখাটেরা। পরে রাত ৮টায় মার্কুলি বাজার থেকে বাড়ি ফেরার পথে হিলালনগরের নিকট ইউপি সদস্য হিমাংশু বৈষ্ণবের উপর অতর্কিত ভাবে ২য় দফা হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মার্কুলি বাজারে প্রাথমিক চিকিৎসার পর গত শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।