স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরের স্থায়ী বাসিন্দা বর্তমানে শ্যামলী আবাসিক এলাকায় বসবাসকারী অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ শফীউদ্দিন আহমেদ (৮০) গতকাল সন্ধ্যা ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যাসহ নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ সোমবার বাদ যোহর চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।