চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পূর্ব বড়াইল গ্রাম পর্যন্ত রাস্তার আরসিসি ডালাই কাজের শুরু হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় উক্ত কাজ পরিদর্শন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হান্নান, দৈনিক সমকাল চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক তরফদার মাসুম, ঠিকাদার মাজেদুল হোসেন লুবন, সেলিম আহমেদ ও লিটন দাস প্রমূখ। উল্লেখ্য, জলবায়ূ কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে উক্ত কাজ সমাপ্ত করা হবে।