নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কেক কেটে এর উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
দৈনিক ইত্তেফাক নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, নবীগঞ্জ জে.কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সহ সভাপতি মাওঃ শুয়াইব আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, আওয়ামীলীগ নেতা ছালিক মিয়া, রফিক মেম্বার, ব্যবসায়ী রন পাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।