স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কাউছার মোল্লা সভাপতি ও সাব্বির হাসান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন খাঁন, মোঃ আবুল খায়ের, যুগ্ম সম্পাদক ফরাশ উদ্দিন পিন্টু নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলে। বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার রোকন উদ্দিন লস্কর ফলাফল ঘোষনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী, ওসি তদন্ত কাওসার আলম উপস্থিত ছিলেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইয়ূব খাঁন, রাজীব দেব রায় রাজু।