প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব বরেন্য মানবতাবাদী দার্শনিক আচার্য ড. মহানামব্রত ব্রচারীজীর ১১৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ মহানাম সেবক সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টায় স্থানীয় মহাপ্রভু আখড়া প্রাঙ্গনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১১টায় মহানামব্রতজীর মানবধর্ম ও বিশ্বশান্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নিবেন বিশিষ্ট ধর্মীয় বক্তাগণ। দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিশ্ববরেন্য মানবতাবাদী দার্শনিক ড. মহানামব্রতজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হবিগঞ্জ মহানাম সেবক সংঘের সভাপতি শ্রী সজল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র রায় সকল ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন।