স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, স্থানীয় প্রাইমারী স্কুলের ওই ছাত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফিরছিল। এ সময় দোয়াখানি গ্রামের এক যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যুবককে আটক করলেও পরে তাকে চেড়ে দেয়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানে বিভিন্ন রকম চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এক পর্যায়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে গতকাল শুক্রবার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।