স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া-এড়ালিয়া পাড়া থেকে গাজাসহ আলী মোস্তাক (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় দিকে খাগাউড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগাউড়া-এড়ালিয়া পাড়ায় নিজ বাড়িতে অভিয়ান চালিয়ে আলী মোস্তাককে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর ঘর থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। খাগাউড়া ফাঁড়ির ইনচার্জ এএসআই জালাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আলী মোস্তাক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।