বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

মাধবপুরে যুবককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ধান ক্ষেত থেকে হাত-পা বাধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাশে আখালিয়া এলাকায় একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। খুনিরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম সুহেল মিয়া (২৭)। তিনি সুন্দাদিল গ্রামের এনাম খার ছেলে। পেশায় তিনি যাত্রীবাহী মোটরসাইকেল চালক ছিলেন। তার লাশ উদ্ধার করা হলেও  যাত্রীবহনকারী মোটরসাইকেলটি পাওয়া যায়নি। মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে খুন করা হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুহেল মিয়া তার বাড়ির পার্শ্ববর্তী দীঘির পাড় থেকে বিভিন্ন স্থানে নিয়মিত মোটরসাইকেলে করে যাত্রী আনা নেয়া করতেন। তিনি এক সময় বিদেশ ছিলেন। বিদেশ থেকে আসার পর ৩/৪ মাস ধরে তিনি মোটরসাইকেলে যাত্রী আনা নেয়ে করছেন। গত সোমবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যাননি তিনি। রাত ৮টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার স্থানীয় লোকজন গোবিন্দপুর গ্রামের কাছে একটি ধানক্ষেতের মধ্যে হাত-পা বাধা ও গলায় শার্ট পেচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে স্বজনরা তার লাশ সনাক্ত করে। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে তার ব্যবহৃত মোটর সাইকেলটি পাওয়া যায়নি। সিনিয়র সহাকরী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com