বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

বানিয়াচংয়ে বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদে উমরপুর গ্রামবাসীর সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

গত ১৯ ডিসেম্বর দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় ‘বানিয়াচংয়ে ১৫ পরিবারের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দর্র্বৃত্তের দল’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উমরপুর গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যার দিকে উমরপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন গ্রামবাসী। ওই সভায় গ্রামের অন্তত হাজারো জনতার সমাগম ঘটে। মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি ফইরাজ মিয়া, সাবেক ইউপি সদস্য আবদুর রউফ, এলাইছ মিয়া, ছালেক মিয়া, নায়েব আলী, আ: রহমান, অনু মিয়া, আশরাফ উদ্দিন, মনর আলী, রিপন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাড়িঘর গুড়িয়ে দেয়ার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে জুনাব আলীসহ তারা কেউ জড়িত নন। জুনাব আলী কোনো মামলার আসামিও নন। ঘটনার সঙ্গে তারা জড়িত নন পুলিশি তদন্তে সেটি প্রমাণিত হলে পুলিশ বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সাদা স্ট্যাম্পে দস্তখত নেয়া হয়নি। এটিও মিথ্যা।
তাজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চিহ্নিত চোর-ডাকাত এবং উগ্র-উশৃঙ্খল। তাজিমের বোনেরা অসামাজিক কার্যকলাপে জড়িত। মদ, গাঁজা ও জোয়ার আসর বসিয়ে যুবসমাজকে ধ্বংস করে আসছে। উমরপুর গ্রামবাসীর সামাজিক পঞ্চায়েত ও স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও পাশাপাশি গ্রাম কাগাপাশা, হায়দরপুর, চানপুর, গোজাখাইর এর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সংশোধন হয়ে চলার জন্য বহুবার পঞ্চায়েতের মাধ্যমে মৌখিক অনুরোধ করেন। এরপরও চলতে থাকে তাদের কুকর্ম। গত ৪ এপ্রিল দিনে-দুপুরে তাজিমের ৩ বোনসহ অজ্ঞাতনামা আরও ৩ জন যুবতী এনে উচ্চস্বরে অশ্লীল নাচ-গান শুরু করে। আলেম সমাজ, নওজোয়ান ও বায়োবৃদ্ধদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে ৭শ থেকে ৮শ জনতা বাড়ি ঘেরাও করে অশ্লিল নাচ-গান বন্ধের অনুরোধ জানান। বাঁধা-নিষেধ না মেনে উল্টো তাদের ওপর চড়াও হন তাজিম উদ্দিনগণ। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কে কাকে মারধর করেছে এবং ভাংচুর করেছে তাদেরকে পুলিশসহ কেউ-ই সনাক্ত করতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com