প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হুসেনের সঞ্চালনায় হবিগঞ্জ জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষে “বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম” হবিগঞ্জ জেলা কমিটি গঠনের নিমিত্তে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব কুমার দাস, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল হালিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আকবর চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান দুলাল, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক শাহ মোঃ আবুল হাসান, সদস্য মোঃ জহিরুল ইসলাম, সিলেট জেলার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, মোঃ আফজল হোসেন তালুকদার।
বক্তব্য রাখেন, মোঃ সামছুল হক, কাজী আব্দুল জলিল, প্রদীপ রঞ্জন দাস, শাহিনা আক্তার, ইকবাল বাহার তালুকদার, গোলাম রব্বানী, সৈয়দা শরীফা আক্তার, জুবায়ের মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দল যার যার জাতীয়করণ সবার”। তিনি শিক্ষক-কর্মচারীদের একদফা দাবী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে আন্দোলনের জন্য সবাইকে আহ্বান জানান। পরিশেষে জাতীয়করণের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমানকে সভাপতি, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হুসেনকে সাধারণ সম্পাদক ও পুটিজুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পংকজ কান্তি গোপকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।