চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জিআর (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউ,কে ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন লন্ডন গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কেউন্দা গ্রামে লন্ডনী বাড়িতে জিআর ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, জিআর ফাউন্ডেশনের ইউকে’র সদস্য আজগর আলী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ, কেউন্দা গ্রামের বাইজিদ জামান, মোঃ ফখরুল ইসলাম, সুনাই মিয়া, আবু বক্কর, মোঃ অলিউর রহমান ও সুবেল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গতকাল বুধবার বেলা ১২টায় হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সেযোগে গিয়াস উদ্দিন দেশ ত্যাগ করেন। তিনি সময় সল্পতার কারনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের বলে যেতে পারেন নি বলেন দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।