স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ইউপি মেম্বার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম শাহনাজ মিয়া (২৮)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের আষেড়া গ্রামের আরব আলীর ছেলে। মামলার বাদী হলেন-লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল।
গতকাল বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের একদল সদস্য উপজেলার কালাউক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, কিছুদিন আগে লাখাই উপজেলার ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কটূক্তি ও মানহানিকর পোস্ট করেন শাহনাজ মিয়া। এ ঘটনায় ইউপি সদস্য ইকবাল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে শাহনাজসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত শাহনাজকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।