মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারত থেকে চোরাই পথে আনা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের পরিমাণ ৬৪ বোতল। তবে চোরাকারবারীকে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার সকালে উপজেলার পশ্চিম শিয়ালউড়ি এলাকা থেকে এপরিমাণ মদ উদ্ধার করে হরষপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারসহ বিজিবি সদস্যরা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাছারকারীরা পালিয়ে যায় বলে তিনি জানান।