চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২০ হাজার টাকার জাল নোটসহ এক প্রতারককে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার ঝুড়িয়া বড় বাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে শফিক মিয়া ওরফে বকুল (৪০) কে ১ হাজার টাকার ২০টি জাল নোটসহ আটক করে।
গতকাল বুধবার পুলিশ মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।