নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দিনমজুর কন্যা সেলন বেগম (২২)কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শিকল দিয়ে বেধে তাকে মারপিট করা হয়। খবর পেয়ে মা-বাবা মেয়েকে দেখতে গেলে তাদেরকেও মারপিট করা হয়। পরে ১০ মাসের শিশু সন্তানকে রেখে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী। সন্তানকে না পেয়ে পাগলপ্রায় সেলন বেগম। নির্যাতিত সেলন বেগম কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দিনমজুর জলফু মিয়ার মেয়ে। প্রায় ২ বছর পুর্বে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মারোকুনা গ্রামের জসিম উদ্দিনের পুত্র কয়েছুর রহমানের সাথে সেলন বেগমরে বিয়ে হয়। বিয়ের পর কিছু দিন যেতে না যেতেই স্বামী ও তার পরিবারের লোকজন গাড়ি কেনার জন্য সেলনকে তার বাপের বাড়ী থেকে ১ লাখ টাকা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এমতাবস্থায় সে তার অভাবী বাপের কাছ থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ তার উপর নেমে আসে শারিরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে গত ২১ আগষ্ট সেলনকে তার স্বামী মারপিট করে ঘরে শিকল দিয়ে বেধে রাখে। এ খবর পেয়ে তার মা বাবা সেলনের শশুর বাড়ীতে পৌছে এর প্রতিবাদ জানালে তাদেরকে ও মারপিট করে তার মেয়ে সেলনকে ১০ মাস বয়সি শিশু পুত্র উজ্জলকে রেখে মা বাবার সাথে তাড়িয়ে দেয় সেলনকে।