স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়দর গ্রাম থেকে শীর্ষ মাদক বিক্রেতা রজব আলী (৭০) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই গ্রামের মৃত আরব আলীর পুত্র। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে একদল সিপাহী তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে খায়রুল আলম জানান, রজব আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ইতোপূর্বে সে একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে যায়।