স্টাফ রিপোর্টার ॥ ১৩ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার জামে মসজিদ থেকে পুরান বাজার পর্যন্ত রোড ডিভাইডার, ফুটপাত ড্রেন ও স্ট্রিট লাইট নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত, কাউন্সিলর খায়রুল আলম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রাহেল সরদার, খলিলুর রহমান, শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তাহির মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহিন, রনদা প্রসাদ রায়, সেন্টু রায়, আব্দুল মুকিত, টিএম আফজাল, মাসুক আহমেদ প্রমুখ।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাহির এমপি বলেন, কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে আমি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে উন্নয়ন কাজ সম্পাদন করেছি, তা আর কোনো সরকার করতে পারেনি। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান তিনি।