প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পুস্তক সমিতির নীতিমালা মানবো, বই ব্যবসায় সমৃদ্ধি আনবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হবিগঞ্জ জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর শনিবার হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হবিগঞ্জ জেলার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন ও কোষাধ্য হিমাংশু সাহা সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শামছু মিয়াকে সভাপতি (খোয়াই লাইব্রেরী) ও মোঃ আব্দুল জলিল রনিকে সাধারণ সম্পাদক (আলোক লাইব্রেরী) করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হবিগঞ্জ সদর উপজেলা শাখা গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত (ইমাম বোখারী রহঃ লাইব্রেরী), সহ-সভাপতি মোঃ আবিদুজ্জমান খাঁন (গ্লোব লাইব্রেরী), সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রুকন (আলম লাইব্রেরী), সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির (আদর্শ লাইব্রেরী) ও কোষাধ্যক্ষ ওবায়দুল হক (শাহ পরান রহঃ লাইব্রেরী)।
কমিটির সদস্যরা হলেন, মোঃ আজিজুল ইসলাম (মামুন রেজা লাইব্রেরী), রনজিত দাশ (পপি লাইব্রেরী), মোঃ হাবিবুর রহমান (ছাত্র বন্ধু লাইব্রেরী), ইফতেকার তরফদার তারেক (বইপত্র লাইব্রেরী), মোঃ সিরাজ মিয়া (নিউ রহমানিয়া লাইব্রেরী) ও আশীষ কুমার দাস (আদর্শ লাইব্রেরী)