স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চাঞ্চল্যকর সেনা বাহিনীর সার্জেন্ট সাজিদুর রহমান (অব:) হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত ৯ টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র্যাব সদস্য শ্রীমঙ্গল উপজেলার বৌলাসীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাহুবল উপজেলার দেবীপুর গ্রামের ফাকু মিয়া ও মহিষদোলন বর্তমানে পাঁচটিলা গ্রামের আইয়ুব আলী। গতকাল সোমবার দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
নিহত সার্জেন্ট সাজিদুর রহমান টেনু মিয়ার (৫০) বাড়ি বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের আব্দাকামাল গ্রামে। পূর্ব শত্র“তার জের ধরে গত ৫ অক্টোবর সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর গ্রামের কাছে তাকে হত্যা করা হয়। ওই দিন তিনি একটি সিএনজিযোগে বাড়ি থেকে হবিগঞ্জে আসছিলেন। সিএনজিটি আদিত্যপুর গ্রামের কাছে পৌছুলে একটি মাইক্রোবাস এর গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে নেমে দুবর্ৃৃত্তরা তাকে সিএনজি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে সাজিদুর রহমানের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কাটা পা নিয়ে দুর্বৃত্তরা উল্লাস করে। এছাড়া হাত ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন তিনি। এ অবস্থায় তকে সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তার পরিবারের দাবি, জায়গা নিয়ে চাচাতো ভাইদের সাথে তার দীর্ঘদিন ধলে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে। এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।