স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে গতকাল সোমবার আজমিরীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যের সাথে রং, খাবারে মাছি থাকা, খাবার ঢেকে না রাখা, ওজনে মাছ কম দেওয়া, ্ওজন পারমাপক যন্ত্রে কারচুপি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এগুলোর মধ্যে মানব সেবা ফার্মেসীকে আড়াই হাজার, সিয়াম রেষ্টুরেন্টকে দেড় হাজার টাকা, মোহন মিয়ার মাছের দোকানকে দেড় হাজার এবং মিজান ফার্মেসীকে দেড় হাজার টাকা।