স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগে বাংলালিংক অফিসে দুঃসাহসিক চুরি সংঘটিত। চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সবুজবাগ এলাকায় বাংলালিংক অফিসে গতকাল সোমবার ভোরে একদল চোরো চোরেরা সার্টারের তালাভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের আসবাবপত্র তছনছ করে মোবাইল ফোন, সিমসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে অফিসের কর্মকর্তারা অফিসে এসে দেখেন তালাভাঙ্গা। পরে বাংলালিংক অফিসের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে ছুটে আসেন। সন্ধ্যায় এ ব্যাপারে কর্তৃপক্ষ সদর থানায় হাজির হয়ে বিষয়টি সুষ্ঠ তদন্তের জন্য পুলিশের কাছে আহ্বান জানিয়েছেন।