স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কৃষ্ণপুর পঞ্চগ্রাম চৌদ্দমাদল মহোৎসবের ১৬ প্রহর মহা নামযজ্ঞ উপলক্ষে আজ সোমবার নবনির্মিত গৌরমন্দিরের উদ্বোধন করা হবে। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধন করবেন। মন্দিরের নক্সা প্রণয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কৃষ্ণপুর গ্রামের কৃতিসন্তান প্রকৌশলী প্রদীপ কান্তি রায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি থাকবেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ওসি মোঃ বজলার রহমান, লাখাই ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরিফ আহমেদ রুপন। সভায় সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী সাবেক পুলিশ পরিদর্শক অমলেন্দু লাল রায়। এতে নামসুধা পরিবেশন করবেন কিশোরঞ্জের ব্রজবালক সম্প্রদায়, বি-বাড়িয়ার বিনাপানি সম্প্রদায়, পিরোজপুরের পুষ্পমালা সম্প্রদায়, যশোরের রাম মিন্দর সম্প্রদায়, বাগেরহাটের মহামায়া সম্প্রদায় ও সিলেটের ললিতা সখী সম্প্রদায়।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে কৃষ্ণপুর পঞ্চগ্রাম চৌদ্দমাদল মহোৎসব শুরু হয়েছে।