স্টাফ রিপোর্টার ॥ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের একদফা দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ লক্ষ্যে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের পক্ষে হবিগঞ্জ জেলা কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোছাব্বির। এছড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার চৌধুরীসহ প্রাথমিক সহকারী শিক্ষক নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সারা বাংলাদেশে আমরা সাড়ে ৩ লাখ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছি। ২০১৫ সালে শতভাগ বেতন বৃদ্ধি করা হলেও আমরা সহকারী শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিক্ষকার হয়েছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে বেতনের পার্থক্য তিন ধাপ নিচে নেমে যায়। অথচ ২০০৬ সালে যা ছিলো একধাপ নিচে। আর বর্তমানে প্রস্তাবিত প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়ন হলে এ বৈষম্য হবে চার ধাপ নিচে। আমরা এ বৈষম্য নিরসনে ২০১৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু এতে কোনো কাজেই আসছে না। তাই আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার শতাধিক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।