বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে রাব্বি আখতার নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ৫ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় পল্লী বিদ্যুতের ঠিকাদার পালিয়ে যায়। রাব্বি ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকাল সন্ধ্যা ৬টায় হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়। এ সময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি আখতার (৫)। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা চুনারুঘাট উপজেলার বড়জুশ গ্রামের নুর মিয়া (২২), জালাল মিয়া (২০), শুকুর আলী (২৮), নুর হোসেন (১৮) ও জাবেদ মিয়াকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জনতা ৫ জনকে আটক করে থানায় দিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।