মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শ্যামকো ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী একটি বাস শ্যামকো ফিলিং স্টেশনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের নিচে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।