সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের আউট সোর্সিং এর মাধ্যমে দপ্তরী নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বুধবার দিন ব্যাপী নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুর সুপারিশে নিয়োগ সম্পন্ন হয়।
জানা যায়, সম্প্রতি উপজেলা নির্বাহী অফিস কর্তৃক উপজেলার ৫৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারকে সভাপতি ও প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে স্থানীয় এমপির প্রতিনিধি আব্দুর রকিব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ব্যাবসায়ী গৌতম রায় ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে সদস্য করে নিয়োগ কমিটি গঠন করা হয়। এদিকে, বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৩টি স্কুলে ৫৩ জন দপ্তরীর বিপরীতে ৪২৬ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে কাগজপত্রে ত্র“টি হওয়ায় ১০৩ জন এর আবেদন বাতিল করে ৩২৩ জন আবেদনকারীদের বৈধ ঘোষনা করা হয়। গত বুধবার দিন ব্যাপী আবেদনকারীদের মধ্যে বৈধ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করেন নিয়োগ কমিটি। ৫২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাঞ্জারাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ না থাকায় ঐ স্কুলে দপ্তরী নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়।