প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইনিয়নের জালালসাপ গ্রামের বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী গোলাম মৌলার নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ বাসভবনে এক নৈশ্যভোজে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়। গতকাল বৃহষ্পতিবার রাতে উক্ত নৈশ্যভোজে অংশগ্রহন করেন দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, উপজেলা যুবলীগ নেতা হেলাল আহমেদ, মনুজ কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লা রুহেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।