স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আওলিয়া বাদ গ্রামে স্বামীর বিয়ের খবর শুনে আওলিয়া খাতুন (২৫) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। গত বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। আওলিয়া ওই গ্রামের ফজলু শাহর কন্যা। নিহতের ছোট ভাই রিপন মিয়া জানান, ৫ বছর আগে আওলিয়াকে বিয়ে দেয়া হয় একই উপজেলার নিজ নগর গ্রামের ধুদু মিয়ার পুত্র সোহেল মিয়ার নিকট। দাম্পত্ত জীবনে তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বছরখানেক আগে আওলিয়া তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে।
গত মঙ্গলবার তার স্বামী অন্যত্র বিয়ের করছে শুনে সে ঘরের ফ্যানের সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন তার মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে মাধবপুর থানার এসআই কামরুল হাসান।