চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সহকারি কমিশনার তাহমিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, আব্দুল গাফ্ফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল আফসার আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহবায়ক বাকী বিল্লাহ, সৈয়দ মোতাব্বি আলী ও আঃ মতিন চৌধুরী।
সভায় বক্তারা, চুনারুঘাটের মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং বুদ্ধিজীবি হত্যায় জড়িত পাকিস্তানী হানাদার বাহিনী সহযোগীদের উত্তরসুরীদের কোন সরকারী সুবিধা না দিতে আহবান জানানো হয়।