মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা শের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া শের আলী মাধবপুর উপজেলার কুলাইচাচর গ্রামের আম্বর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার ভোর রাতে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শের আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার হবিবপুর গ্রামের শিরু মিয়ার মেয়ে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে কুলাইচাচর গ্রামের আকবর আলীর ছেলে মান্নান মিয়া প্রায়ই প্রেম নিবেদন করে উত্যক্ত করত। এতে স্কুল ছাত্রী সাড়া না দেওয়ায় গত ২৭ অক্টোবর রাতে মান্নান ও শের আলীসহ কয়েকজন মিলে স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কুলাইচাচর এলাকায় অভিযান চালিয়ে শের আলীকে গ্রেফতার করে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।