প্রেস বিজ্ঞপ্তি ॥ জনমত উপেক্ষা করে সরকার অন্যায়ভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বামমোর্চা হবিগঞ্জ জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট মূরলী ধর দাস, এডভোকেট রনধীর দাশ, বাসদ নেতা হুমায়ুন খান, সিপিবি নেতা সাহেব আলী প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয় দুর্নীতি, ভুলনীতি, অপচয় রোধ করে কার্যকর উদ্যোগ গ্রহণ করলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমত ইউনিট প্রতি ১.৫৬ টাকা। তা না করে বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার মরার উপর খাড়ার ঘা’ এর মত জনগণের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। তাই অনতিবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য সিদ্ধান্ত বাতিলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি কার্যকরী পদক্ষেপের জোর দাবী জানান।