নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তথা অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম-বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে সফলতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাঙালির বিজয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাঊদপুর গ্রামে ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত উন্নয়ন মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৯নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলী হাছান লিটন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মতিন আছাব, হবিগঞ্জ জেলা অটো টেম্পু সংগঠনের সভাপতি শাহ আশরাফ উদ্দিন শামিম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুর রউফ, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন প্রমূখ।