প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার আত্মপ্রকাশ। আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নব গঠিত যুব এসোসিয়েশনের সভাপতি আর জে হেলাল উদ্দিন কমলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মাহমুদুল হাসান কাউছার এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা যুব এসোসিয়েশন ঢাকার সভাপতি সৈয়দ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির আহ্বায়ক তারিক ইকবাল শামসি, বাংলাদেশ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির ট্রেজারার কামরুজ্জামান মঈনু, ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ফাহাদ, ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ প্রমুখ। সভায় সর্বসম্মতি আর জে হেলাল উদ্দিন কমলকে সভাপতি, এম এইচ রুবেলকে সিনিয়র সহ-সভাপতি, এডঃ মাহমুদুল হাসান কাউছারকে সাধারণ সম্পাদক, রাজিব আহমেদ তানভীরকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এডঃ তোফায়েল আহমেদ পায়েলকে সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার হোসেনকে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ১২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জনকে সহ-সাংগঠনিক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে উক্ত কমিটির আত্মপ্রকাশ করা হয়।