নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে হাসপাতালের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। ইপিআই টেকনোলজিষ্ট অজিত দাশের উপস্থাপনায় ও সদস্য সচিব প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহদাত হোসেন, আবাসিক প্রতিনিধি ডাঃ সাইফুল রহমান সাগর, স্বাস্থ্য পরিদর্শক ফয়ছল আহমদ প্রমুখ। এ সময় এমপি মুনিম চৌধুরী বাবু হাসপাতালের উন্নয়নের জন্য ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।