প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের টাউন হল রোডে অবৈধস্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার চলমান অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তরন কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার উচ্ছেদকারী দল টাউন হল রোডে ঝটিকা অভিযান চালায়। এ সময় অনেককেই ফুটপাত থেকে নিজ নিজ মালমাল সড়িয়ে নিতে দেখা যায়।