মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জসিম মিয়া (২৫)কে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানায় এসআই মমিনুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কের ছাতিয়াইন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জসিম ছাতিয়াইন গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় ৫টি ডাকাতি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।