আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত সোমবার রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশকে নিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, কাটিয়ারা গ্রামের আরাধন কর্মকারের স্কুল পড়–য়া মেয়ে প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের বর উত্তম ঘোষের সঙ্গে গত সোমবার রাতে বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু মেয়ের বিবাহের বয়স না হওয়ায় ঘটনাস্থলে গিয়ে মেয়ের বয়স কম থাকায় বিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। পরে পরিবারের পক্ষ থেকে বয়স না হওয়া পর্যন্ত তারা এ বিবাহ দিবে না এ মর্মে মুচলেকা দেয়। এ ঘটনা জানতে পেরে বরপক্ষ মধ্য রাস্তা থেকে বাড়ি ফিরে যায়।